মোরাল অফ দ্যা স্টোরি : মোহাম্মাদ জাহিদ হোসাইন - Moral Of The Story Bangla : Mohammad Jahid Hossain Books

  • বই : মোরাল অফ দ্যা স্টোরি 
  • লেখক : মোহাম্মাদ জাহিদ হোসাইন  
  •  প্রথম প্রকাশ : বইমেলা ২০২২।
  • প্রকাশক : আশরাফুল ইসলাম
  • অনুজ প্রকাশন ৪৬/৭ মধ্যরাজাশন, বার্ক টাউন, সাভার, ঢাকা।
  • রিভিউ লেখিকা: তা-লি-বা
  • পৃষ্ঠা নং:৯৬ এবং মূল্য: ২৪০৳ 



উৎসর্গ : আমাদের সমাজ।

▪মোরাল অফ দ্যা স্টোরি বইটিতে মূলত, বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক এবং মোটিভেশনাল টপিক তুলে ধরা হয়েছে। বইটিতে বিভিন্ন উদাহরণ, চিত্র সহ খুব সুন্দর ভাবে সমাজের বিভিন্ন ডার্ক সাইড নিয়ে আলোচনা করা হয়েছে, ধরে নেওয়া যায় ডার্ক সাইডের বিরুদ্ধে লেখকের নিরব প্রতিবাদ।

একজন মানুষ, সে যখন জন্ম নেয় তখন ঠিক থাকে সব।
কিন্তু তার ঠিক কয়েক বছর পর শুরু হয় জীবন সংগ্রাম।
এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে একটা ছোট বাচ্চার আবার কিসের জীবন সংগ্রাম?

ছোটবেলা থেকেই বাচ্চার সব ইচ্ছা, স্বপ্ন এবং শখকে মাটিচাপা দিয়ে সিডি বানিয়ে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় টপার হতেই হবে, ২/৪ টি বাড়ি বানাতেই হবে ইত্যাদি আরো কত্ত কি। সাথে থাকে পাশের বাসার আন্টি। এতেই শেষ নয় জীবন মাত্রায় তাকে সহ্য করতে হয় অবহেলা এবং বৈষম্যের।
মোরাল অফ দ্যা স্টোরি বইটিতে লেখক আমাদের সমাজের বিভিন্ন ধরনের অন্ধকার অধ্যায় গুলো নিয়ে লিখেছে যেগুলো প্রতিনিয়ত আমার দেখতে পাচ্ছি।
দেখেও না দেখার মতো করে আছি, প্রতিবাদ করিনা বা আমাদের কাছে প্রতিবাদ করার মতো শব্দ থাকেনা।
আমরা অনেক সময় লজ্জায় ও কিছু বলতে পারিনা।
এই ভেবে যে লোকে কি বলবে?
সব প্রশ্নের সুন্দর সুন্দর যুক্তিসহ উত্তর দেওয়া হয়েছে মোরাল অফ দ্যা স্টোরি বইটিতে।
পড়ুন আর জানুন।

▪নিজস্ব মতামত,: 
বইটি পড়ে আমার ভালো লেগেছিলো, লেখক খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন সমাজ নিয়ে, 
সমাজের নানা রকমের মানুষদের নিয়ে।
আত্মউন্নয়ন মূলক কথা গুলো 
খুব সুন্দর করে লিখেছেন.
যেনো কাজ গুলো আমাকে ইশারা করে করতে বলতেছে।
অনেক আগে পড়েছি কিন্তু কি লিখবো ভাবতে ভাবতে এখনো লিখতে পারলাম না অনুভুতি গুলো।
আমার অনেক ভালো লেগেছিলো বইটি।
আপনিও পড়ুন ভালো লাগবে।
নবীন লেখক হিসাবে মন্দ হয়নি।

সমালোচনা : লেখক যেহেতু নতুন, উনার প্রথম বই আরেকটু লেখার প্রতি মনোযোগ দেওয়া উচিৎ ছিলো,
বাক্যগুলো আরো ভালো করে গুছিয়ে লেখার দরকার ছিলো, পাঠকের পড়ার প্রতি অনীহা চলে আসে যদি লেখায় বানান ভুল থাকে। আশা করবো পরবর্তীকালে এমন ভুল আর হবেনা লেখার মান আরেকটু বাড়াতে হবে।
লেখকের জন্য শুভকামনা।

রেটিং : ৭.৫/১০ 

রিভিউ লেখা অগোছালো হলে আপনি নিজের মনে গুছিয়ে পড়ে নিয়েন, ভুল ক্ষমা করবেন।
পড়ার জন্য ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ