দ্রোহের তপ্ত লাভা : লেখক আলী হাসান উসামা | Hot Lava of Betrayal : Author Ali Hasan Usama
- বই : দ্রোহের তপ্ত লাভা
- লেখক : আলী হাসান উসামা
- প্রকাশক : চেতনা প্ৰকাশনী
- বইয়ের মূল্য : ৫০০
- রিভিউ : সাইফুল ইসলাম
লেখক বর্তমানে যারা সন্ত্রাস জঙ্গি উগ্রবাদের অপপ্রয়োগ করে তাদেরকে সঠিক পথ দেখিয়েছেন। "উম্মতাও ওসাতা" নামে যারা ইসলামকে বিকৃত করে তাদেরকে সঠিক পথের দিকে আহবান করেছেন। প্রবন্ধ আকারে অনেক জটিল ও সমস্যাযুক্ত বিষয়কে সমাধান করেছেন। জিন জাতির জঙ্গিবাদের পূর্ণ বিবরণ ও ড.রাগিব সারজানির "ওয়ালা বারা" আকিদার ত্রুটিগুলো যথার্থভাবে তুলে ধরেছেন। বাংলায় যারা গণতন্ত্র নির্বাচন আর "নবীজিকে ভোট" দেওয়া নিয়ে বিপুল হারে প্রশংসা কুড়ায় তাদের মুখোশ উন্মোচন করেছেন। বর্তমানে সবাই খুব শান্তি প্রিয়। তাই কোন "জিহাদি মওলানা" গ্রেপ্তার হলে উদ্ধার তো দূরে থাক শত্রুর চেয়ারে বসে খিলখিল হাসে । লেখক আক্ষেপ করে এই উম্মাহর নিদ্রার সমালোচনা করেছেন। কিতাল,মালহামা নিয়ে সংশয়পূর্ণ মুসলিমকে আলোর পথ দেখিয়েছেন। কোরবানির চামড়া নিয়ে আকাবিরদের মতামত উল্লেখ করেছেন। পরিশেষে নফসের মুজাহিদ ও নারীর অবাধ্যতার দূরভিসন্ধি সংকটের কথা বলেছেন। হেকমতওয়ালা আর অতি জজবাতিদেরও সমস্যা নিরসনের উপায় তুলে ধরেছেন।
কিছু লোক প্রতিষ্ঠিত রণাঙ্গনকে অস্বীকার করে বসে, নানান অজুহাতে। জিহাদের শর্ত অস্বীকার, বিশ্বজুড়ে শান্তি প্রচারের লক্ষ্যে নাকি নিজ জীবনকে প্রফুল্ল করার জন্য যা চিন্তাশীল মানুষ মাত্রই বুঝতে পারবে। সর্বোপরি কোরআনের নিখুঁত ব্যাখ্যা ও হাদিসের চাকচিক্যময় আলোচনা মাধ্যমে বুঝিয়েছেন। কিতালের ইসতে 'দাদ গ্রহণ করা, ইসলামকে রক্ষা করা কতটা প্রয়োজনীয়।
Comments
Post a Comment
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....