দ্যা স্টেট অব গড : আবদুল কাইয়ুম আহমদ | The State of God: Abdul Qayyum Ahmad

  • বই : দ্যা স্টেট অব গড
  • লেখক : আবদুল কাইয়ুম আহমদ 
  • প্রকাশনী : দারুল ইলম পাবলিকেশন 
  • পৃষ্ঠা সংখ্যা : ১৯২
  • মুদ্রিত মূল্য : ৩১২৳


পুরো পৃথিবী-ই কব্জা করতে চায় একটা অপশক্তি। পৃথিবীর জল-স্থলের পুরোটুকুর নিয়ন্ত্রণ নিতে চায় তারা। তারা চায়—পুরো পৃথিবীটাই তাদের হোক; তাদের কথামতো চলুক পৃথিবীর সকল মানুষ। তাদের ইশারায় হোক পৃথিবীর নড়াচড়া-হৃদস্পন্দন।  

এদিকে সেই শক্তিটাই অপেক্ষা করছে তাদের প্রতিশ্রুত মাসীহর; যিনি হবেন তাদের-ই ত্রাণকর্তা, তাদের পরিত্রাণদাতা। নানামুখি চক্রান্ত ও ষ-ড়-যন্ত্রের মাধ্যমে অর্জনের চেষ্টা করে চলেছে একটি প্রত্যাশিত ‘প্রতিশ্রুত ভূমির’। কে সেই মাসীহ, আর কোথায় সেই প্রত্যাশিত ‘প্রতিশ্রুত ভূমি’?

‘দ্যা স্টেট অব গড’ উপস্থিত করছে সেই অপশক্তিটার ‘প্রতিশ্রুত ভূমি’ অর্জনের সেইসব কু-কীর্তির সরল বর্ণনা, যা পড়ে একই সাথে পাঠক, আপনি বিস্মিত হবেন, শিউরে উঠবেন, চিন্তিতও হবেন। আপনার সামনে বইটি এমন এক সত্য উন্মোচন করবে, যা এতদিন প্রায় অন্ধকারেই ছিল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ