আদর্শ ছাত্র জীবন PDF Download লেখকঃ আব্দুল হামিদ মাদানী এর বই | ভালো ছাত্র কিভাবে হবেন?

আদর্শ ছাত্র জীবনআব্দুল হামিদ মাদানী পিডিএফ ডাউনলোড

একজন সফল ও আদর্শ ছাত্রেের কর্তব্য 


তুমি যদি চাও যে, তুমি একজন আদর্শ ও সফল কৃতিছাত্র হবে, তাহলে নিমােক্তের উপদেশমালা গ্রহণ করঃ- 

(১) লক্ষ্য স্থির কর। কি উদ্দেশ্যে লিখাপড়া করবে? যদি কোন শিক্ষার্থী পড়ার জীবনে অর্থের চিন্তা করে এবং একটি ছোেট্ট চাকরি পেলেই তার পড়াশােনা ছেড়ে দেবে বলে মনে মনে সিদ্ধান্ত নেয়, তাহলে তার পড়াশােন আর হবে না। অর্থের চিন্তা-ভাবনা ও টাকা-পয়সা অর্জনের লোভই তার পড়াশােনার ইমেজ নষ্ট করে ফেলবে। এভাবে ছাত্র জীবনে যারাই অর্থের লােভে পড়বে এবং লােভকে সংবরণ করতে না পারবে, তাদের মানসিক টেনশন বৃদ্ধি পাবে, আর তাতে অধ্যয়নে চরম ব্যাঘাত ঘটবে এবং স্মরণ- শক্তির মারাত্মক ক্ষতি হবে। 

কেননা, Greed begins sin, sin begins death. অর্থাৎ লােভে পাপ, পাপেই মৃত্যু। অতএব প্রত্যেক ছাত্রকে লােভ-লালসা, বাসনা-কামনা প্রভৃতি পার্থিব বিষয়াবলী থেকে দূরে থাকতে হবে। মনে রাখতে হবে, ছাত্র জীবন অর্থ ব্যয়ের জীবন এবং জ্ঞান অর্জনের সময়। তাকে অর্থ ব্যয় করে জ্ঞান অর্জন করতেই হবে এবং এ ব্যাপারে কার্পণ্য করা ঠিক নয়। তবে যারা অর্থনৈতিকভাবে অসচ্ছল তাদেরকে অবশ্যই হিসাব অনুযায়ী চলতে হবে। বিশেষ করে কুরআন-হাদীসের জ্ঞান তথা দ্বীন শিক্ষার ক্ষেত্রে ইখলাস রাখা জরুরী। যেহেতু প্রিয় নবী বলেন, যে ব্যক্তি এমন শিক্ষা করে যার দ্বারা সে আল্লাহর সন্তুষ্টি বিধান করতে পারে, কিন্তু সেই শিক্ষা কেবলমাত্র পার্থিব কোন সম্পদলাভের আশায় শিখতে রত হয়, তবে কিয়ামতের দিন সে জান্নাতের সুগন্ধটুকুও পাবে না। 

(আহমাদ ২/৩৩৮, আবু দাউদ ৪/৭ ১) 


Comments

Popular posts from this blog

গাযওয়াতুল হিন্দ বই pdf - প্রফেসর ড. ইসমাতুল্লাহ | Gazwatul Hind by Professor Dr. Ismatullah

[PDF] সীরাহ মুহাম্মদ প্রথম খন্ড এবং দ্বিতীয় খণ্ড রেইনড্রপস পিডিএফ - Sirah Muhammad (sa:) First & Last Raindrops

সিক্রেটস অব জায়োনিজম Full PDF : লেখক হেনরি ফোর্ড | Secrets of Jainism Bangla Anubad PDF