বুকের ভেতর বিষাদপুর বইটি সম্পর্কে পাঠকের অনুভূতি ! কবি সোয়েব আল হাসান | Buker Bhetor Bishadpur

বই : বুকের ভেতর বিষাদপুর 
কবি সোয়েব আল হাসান 
তাম্রলিপি প্রকাশনী 
Review Credit 💕 শায়লা সাবি



'সোয়েব আল হাসান' বরাবরই খুব প্রিয় একজন ব্যক্তি।ফেসবুকে ওনার লেখা প্রতিদিন ই পড়ি আর প্রায় সময় আমি ওনাকে কমেন্ট করি,,,মাঝে মাঝে রিপ্লাই পায়, অনেকবার ই পেয়েছি।💃✌প্রিয় লেখকরা হয়ত জানেইনা ওনাদের একটা কমেন্টের রিপ্লাই পাঠকদের জন্য কতটা আনন্দের। 😍🤗 যাইহোক কবি বা উপন্যাসিক যাই বলি না কেন, দিনশেষে তিনি ভীষণ প্রিয়। 

💝বুকের ভেতর বিষাদপুর💕

বাসা থেকে একটু দূরেই রসুল কাকার দোকানের সামনে সব সময় একটা ভিক্ষুক বসে।দেখতে দেখতে চেহারাটা মুখস্ত হয়ে গেছে।সে সুর করে বলে,'দুই দিন ধইরা কিছু খাই নাই গো বাপ।দুইডা ট্যাকা দেন'।আমি চার বছর ধরে শুনে আসছি সে দুই দিন ধরে খায়না।সে যে কেমন করে বেঁচে আছে তা ব্যাখ্যাতীত এক প্রশ্ন।দুদিন ধরে না খাবার পরও কেমন সুঠাম দেহের অধিকারী ভাবাই যায়না।হাতে থাকা ব্রেডটা তাকে দিয়ে দিলাম।

উপন্যাসের শুরুতেই এই লাইনগুলি পড়ে বেশ মজা পেয়েছি।তারপর ভাবছি এইটা তাড়াতাড়ি পড়ে শেষ করে ফেলতে পারবো কিন্তু না এইটা আমি আস্তে আস্তেই পড়বো, মন দিয়ে পড়তে হবে তো।🤭তারপর আবার পড়তে গেলে বাকী পৃষ্টাগুলো পড়ার আগ্রহ বেড়ে যায়,,,,লে আমি,,,আগে পড়ে শেষ করি পরে আবার পড়বো😍🥰

'বুকের ভেতর বিষাদপুর ' বইটি এক কথায় অসাধারণ!
উপন্যাসের একটি চরিত্র হলো মেঘাদ্রিতা। মেঘাদ্রিতার কয়নের প্রতি ভালোবাসাটা ছিলো প্রকাশিত কিন্তু কয়নের ভালোবাসা অপ্রকাশিতই থেকে যায়। 


তুই পরীক্ষায় লাড্ডু মামা বা চাচা পেলে আমার কি? 
মেজাজ অত্যাধিক খারাপ। যেকোনো সময় ভয়াবহ কিছু ঘটে যেতে পারে। আগে থেকেই চলে যা।
        ভীষণ রাগ হলে মরে যাওয়াই ভালো। মরে যেতে চাইলে আমি তোকে কিছু বুদ্ধি দিতে পারি। লাগবে?

মরে যেতেই ইচ্ছা করছিলো। তোর মতো গাধার সাথে কথা বলে সেই ইচ্ছেটাও এখন আর নেই। 
    তবুও ভালো। একটা গাধা কর্তৃক তোবার জীবন রক্ষা পাইলো। আচ্ছা এটা কোন কারকে কোন বিভক্তি বল তো?তোবা ফিক করে হেসে দিলো।

উপন্যাসের শেষের দিকে,,,,

আকাশ কালো মেঘে ছেয়ে আছে থমথমে চারপাশ। ঠিক কালবৈশাখীর সময় যেমন থাকে।যেকোনো সময় আকাশ কাঁপিয়ে বৃষ্টি আসবে।নিজেকে শুন্যতায় আর মেনে নিতে পারছিনা।আমার দেহটা পড়ে আছে ওইখানে আর আমি আছি এই নিঃসীম শূন্যতায়।কেমন ভুতুড়ে লাগছে সবকিছু।সেই সাথে নিজেকেও।আমার কাছের সমস্ত মানুষগুলোই আজ আমার জন্য বিলাপ করছে।আমার কি করার আছে?🤍

অসম্ভব সুন্দর লেখনী।😍💛

প্রতিটি চরনই যেন মুগ্ধতা ছড়িয়ে দেয়। অসাধারন উপস্থাপনার এ যেন শৈল্পিক চিত্র। আহা! কি যে সুন্দর।😊

অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো সোয়েব আল হাসান ভাইয়া।🤗সামনে আরো ভাল ভাল লিখা চাই।😊

বইটি সম্পর্কে আরও জানতে এখানে ক্লিক করুন


Comments

Popular posts from this blog

[PDF] সীরাহ মুহাম্মদ প্রথম খন্ড এবং দ্বিতীয় খণ্ড রেইনড্রপস পিডিএফ - Sirah Muhammad (sa:) First & Last Raindrops

গাযওয়াতুল হিন্দ বই pdf - প্রফেসর ড. ইসমাতুল্লাহ | Gazwatul Hind by Professor Dr. Ismatullah

সিক্রেটস অব জায়োনিজম Full PDF : লেখক হেনরি ফোর্ড | Secrets of Jainism Bangla Anubad PDF