বুক পকেটে জোনাকি : মাহদী আবদুল হালিম - রিভিউ | Buk Pokete Jonaki : Mahdi Abdul Halim

বইয়ের নাম: বুক পকেটে জোনাকি।
লেখক: মাহদী আবদুল হালিম।
প্রকাশন : মাকতাবাতুন নূর।

শিশু- কিশোরের তৃপ্তিহীন একটি বাসনা হচ্ছে, গল্প।
শিশুরা গল্প শুনতে আর কিশোর-কিশোরীরা গল্প পড়তে ভালোবাসে।

গল্প থেকে তারা শিখতে চায়। তাই আমাদের সবার উচিত শিশুদের শিক্ষাণীয় গল্প বলা আর নিজে শিক্ষাণীয় গল্প পড়া।
ইসলাম ধর্ম শিশু- কিশোদের শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দিয়েছে। আমাদের প্রিয় নবী (স.) শিশুদের হাতে কলমে শিক্ষা দিতেন। তাদের সাথে সহজসুলভ আচরণ ও হাস্যরস করে তাদের প্রতি নবীজী (স.) অভিভাবকত্বের অনন্য নমুনা স্থাপন করেছেন।
প্রিয় নবী (স.) বলেছেন, শিশুদের শিষ্টাচার শিক্ষা দেওয়া বাবার প্রথম দায়িত্ব। তিনি আরও বলেছেন, শিশুদের ইসলামি শিষ্টাচার শিক্ষা দেওয়া চারাগাছে পানি দেওয়ার ন্যায়।
তাই শিক্ষা মানুষের জন্য অপরিহার্য।  শিক্ষা ছাড়া কোনো মানুষ ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে পারে না।
কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন:
 তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।
( সূরা আলাক:৫)

এই আয়াত দ্বারাই বোঝা যায় যে জ্ঞান অর্জন করতে হলে শিখতে হবে,জানতে হবে।
বেশি বেশি বই পড়তে হবে।
মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার সুস্থ বিবেক-বুদ্ধি বা বিবেচনা শক্তি। গল্পে মাধ্যমে খুব সহজেই বিনোদনের ভিতর দিয়ে এই আদব গুলো শিশু-কিশোরদের মনে গেঁথে দেওয়া সম্ভব। এই শিক্ষা তাকে তার বাস্তব জীবনে গড়ে তুলবে সৎ ও নিষ্ঠা । তাই আমাদের উচিত নিজে গল্প শেখা আর বাচ্চাদের গল্প শেখানো বা শোনানো।
' বুক পকেটে জোনাকি গল্পর বইটি শিক্ষার অন্যতম একটি হাতিয়ার।
এই বইটিতে প্রায় ৩৩ টা শিক্ষাণীয় গল্প আছে।
এই বইয়ের প্রত্যেক গল্প কুরআন- হাদিসের আলোকে লেখা।
প্রতিটি গল্পে রয়েছে এক একটি কুরআন-হাদিসের ব্যাখা দিয়ে সাজানো। এই বইয়ের প্রতিটি গল্পে শিক্ষা রয়েছে। যাকে এক কথায় বলা হয় গল্পে গল্পে শিক্ষা।

একনজরে সূচিপত্র: 
নাপিতরাজের দুঃখ,বিচ্চুর কান্ড,ধৈর্যের সবক, গোলামের পরিক্ষা,শাইলাকের কৃপণতা, সত্যিকারের সুখি,গালি-ভাতা,লোভের ফল,উপকারের সুফল,তিনটি আশ্চর্য বিচার,ছোলাবুটের বদলে,সতাতার পুরস্কার ১/২,অকর্মার ঢেকি, যোহার দাওয়াত, বোকা হাতি, বুদ্ধিমান বণিক আব্বু তুমি কেন ফজর পড়ো না, তিন মামলার আসামি, পিঁপড়াদের আলস্য,কুলি যুবরাজ,বুড়িমার কুটির, একটি গোপন কৌশল,কঁজোর কামনা,বড়োর কাছে নতি স্বীকার,ধূর্ত মিহতাল,বুকপকেটে জোনাকি,কালো নূড়ি সাদা নূড়ি,ইঁদুর ও হীরা,ধোঁয়ার সংকেত, সৌভাগ্যবান রাখাল, বুদ্ধিমান গাধা,ভুলের খেসারত।

বইটি যে কারণে পড়া উচিত: বইটির প্রতিটি গল্পে আছে অসাধারণ শিক্ষা। যেমন:
ক্ষমা করা,বিপদে ধৈর্য্যধারণ করা, অন্যকে সাহায্য করা,সততা,অন্যর প্রতি মায়া করা,বুদ্ধি খাটিয়ে চলা,বন্ধুত্ব বজায় রাখা ইত্যাদিসহ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা।
এই বইটি প্রত্যেক শিশু- কিশোরকে ইসলামিক শরিয়ত গুলো বুঝতে ও তা পালন করতে সাহায্য করবে.।

Pc & Review Credit : Sheikh Israt

Comments

Popular posts from this blog

[PDF] সীরাহ মুহাম্মদ প্রথম খন্ড এবং দ্বিতীয় খণ্ড রেইনড্রপস পিডিএফ - Sirah Muhammad (sa:) First & Last Raindrops

গাযওয়াতুল হিন্দ বই pdf - প্রফেসর ড. ইসমাতুল্লাহ | Gazwatul Hind by Professor Dr. Ismatullah

সিক্রেটস অব জায়োনিজম Full PDF : লেখক হেনরি ফোর্ড | Secrets of Jainism Bangla Anubad PDF