মৃত্যুকল্প : ইশরাক অর্ণব - যে কারণে বইটি পড়বেন! | Mrittukolpo : Israq Arnob

বই : মৃত্যুকল্প
লেখক : ইশরাক অর্ণব
প্রচ্ছদ : পরাগ ওয়াহিদ
জনরা : মার্ডার মিস্ট্রি /পুলিশ প্রসিডিউরাল
প্রকশনী : বাতিঘর প্রকাশনী
মুল্য : ২২০টাকা
পৃষ্ঠা : ১৯০

ব্যাক্তিগত মতামত

মৃত্যুকল্প লেখক /অনুবাদক ইশরাক অর্ণব এর প্রথম মৌলিক উপন্যাস। প্রথম উপন্যাস হিসেবে এমন চমৎকার একটি গল্পের মাধ্যমে নিজের মৌলিক লিখার যত্রা শুরু করেছেন দেখে বেশ ভালো লেগেছে। বইটির গল্প পুলিশি তদন্ত, লোভ, আইনি লড়াই এবং রাজনৈতিক কূটচাল এর বাস্তব প্রেক্ষাপটে গড়ে উঠেছে। বর্তমান সময়ের কিছু অন্ধকার দিক এবং রুট বাস্তবতা ফুটিয়ে তুলেছেন লেখক তার অসাধারণ সাবলীলভাষার মাধ্যমে। গল্পটির প্লট এবং ভাষাসৈলি অসাধারন লেগেছে। তাছাড়া গল্পে সংবলিত পুলিশি তদন্তগুলো পরিপূর্ণ ভাবে উঠে এসেছে বলে মনে হয়েছে।

এককথায় বইটি বেশ ভালো লেগেছে। গল্পের স্লোনেস একেবারেই তেমন চোখে পড়েনি।

লেখকের জন্য অনেক অনেক শুভকামনা রইলো এবং দোয়া। যাতেকরে অনুবাদের পাশাপাশি ভবিষ্যতে আমরা আরো কিছু দারুণ গল্প পাই।

বইএর প্রচ্ছদটি বেশ দারুণ লেগেছে এবং বাইন্ডিং বাতিঘর এর সকল বই গুলোর মতো।

অবশেষে চলে আসলো হাতে টিপিএ এর গিভএওয়ের বই, এ আমার প্রথম পাওয়া টিপিএ থেকে তবে আশা করি শেষ হবে না। অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা রইলো টিপিএ এর অ্যাডমিন প্যানেল এবং সংশ্লিষ্ট সকলকে বই উপহারের এমন আয়োজনের জন্য। সজীব ভাইকেও অসংখ্য ধন্যবাদ সেচ্ছায় বইগুলো হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করার জন্য। 

ইশরাক অর্ণব ভাইয়ের অনুবাদ আগে অনেক পড়া হলেও যখন মৌলিক মৃত্যুকল্প আসলো তখন বইটা নিবো বলে উইশ লিস্টে রেখেছিলাম, অবশেষে তা টিপিএর জন্য পেয়ে গেলাম। কিশোর পাশা ইমন ভাইয়ের বই আগে পড়া হয়নি, এবার ডিস্টোপিয়া দিয়ে পরিচয় হবে লেখকের বইয়ের সাথে। 

আশা করি দারুণ কিছু মূহুর্ত কাটাতে পারবো বইগুলোর সাথে।  

বিঃদ্রঃ রিভিউ ভালো লিখতে পারিনা, তবুও নিজের অনুভুতির কিছুুটা প্রকাশ করার চেষ্টা করেছি। ভুল হলে নিজগুণে ক্ষমা করবেন।

Comments

Popular posts from this blog

[PDF] সীরাহ মুহাম্মদ প্রথম খন্ড এবং দ্বিতীয় খণ্ড রেইনড্রপস পিডিএফ - Sirah Muhammad (sa:) First & Last Raindrops

গাযওয়াতুল হিন্দ বই pdf - প্রফেসর ড. ইসমাতুল্লাহ | Gazwatul Hind by Professor Dr. Ismatullah

সিক্রেটস অব জায়োনিজম Full PDF : লেখক হেনরি ফোর্ড | Secrets of Jainism Bangla Anubad PDF