উমাইয়া খিলাফতের পতন ও আব্বাসিদের উত্থান : ড. আলী মুহাম্মদ আস-সাল্লাবী | Umaiya Khilafoter Poton O Abbasider Utthan
- উমাইয়া খিলাফতের পতন ও আব্বাসিদের উত্থান
- লেখক : ড. আলী মুহাম্মদ আস-সাল্লাবী
- প্রকাশনী : কালান্তর প্রকাশনী
- বিষয় : ইতিহাস ও ঐতিহ্য, ইসলামী ব্যক্তিত্ব, ইসলামি ইতিহাস ও ঐতিহ্য
- অনুবাদক : মহিউদ্দিন কাসেমী, যায়েদ আলতাফ
- সম্পাদক : আবুল কালাম আজাদ
- পৃষ্ঠা : 338, কভার : হার্ড কভার
- আইএসবিএন : 9789849671275, ভাষা : বাংলা
উমাইয়া খিলাফতের পতন ও আব্বাসিদের উত্থান ‘উমাইয়া খিলাফতের ইতিহাস’ সিরিজের শেষ খণ্ড। গ্রন্থটিতে ইয়াজিদ ইবনু আবদুল মালিক, হিশাম ইবনু আবদুল মালিক, ওয়ালিদ ইবনু ইয়াজিদ, ইয়াজিদ ইবনু ওয়ালিদ ও ইবরাহিম ইবনু ওয়ালিদের শাসনকালের আলোচনা স্থান পেয়েছে। হিশাম ইবনু আবদুল মালিকের মৃত্যুতে উমাইয়া খিলাফত দুর্বল হয়ে পড়াকে পতনের সূচনা হিসেবে বিবেচনা করা হয়েছে। তুলে ধরা হয়েছে আব্বাসি দাওয়াতের গোড়ার কথা, অনুসারীদের জন্য তাদের গৃহীত প্রকাশ্য ও গোপনীয় কর্মসূচির বিবরণ। তাদের নেতৃত্বের কথা। তাদের সাংগঠনিক কাঠামো ও পরিকল্পনা নির্ধারণের কৌশলের কথা। আবদুল্লাহ ইবনু আব্বাসের বিপ্লবদর্শনে তাদের অনুপ্রাণিত হওয়া এবং আব্বাসি বিপ্লবের প্রকাশ্য ঘোষণার কাল ও প্রেক্ষাপট; সবই বর্ণনা করা হয়েছে।তুলে ধরা হয়েছে উমাইয়া শেষ খলিফা মারওয়ান ইবনু মুহাম্মাদের শাসনকালের চিত্র। তাঁর শাসনামলে ফুঁসে ওঠা বিদ্রোহ দমনে তাঁর প্রয়াসের কথা। এ ছাড়া উমাইয়া খিলাফতের পতনের কারণসমূহ, সমাজবিপ্লব ও সাম্রাজ্যের উত্থান-পতনের ক্ষেত্রে মহান আল্লাহর নীতিমালার আলোকে এসবের বিশ্লেষণ করা হয়েছে।গ্রন্থের শেষভাগে ইসলামের প্রাথমিক যুগের ইতিহাস বিকৃত করা গ্রন্থাবলির ব্যাপারে একটি সমীক্ষা তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রাচ্যবিদদের ব্যাপারেও সতর্ক করা হয়েছে, যারা কৌশলে ইসলামি ইতিহাসকে কলুষিত করার চেষ্টা করেছে।
Comments
Post a Comment
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....