রিভিউ | আই স রামাল্লা - মুরিদ বারঘুতি | I Saw Ramalla - Murid Barghuti

At A Glance Of I Saw Ramalla - Book Review
  • বই : আই স রামাল্লা 
  • লেখক : মুরিদ বারঘুতি
  • অনুবাদ : মো ফুয়াদ আল ফিদাহ
  • প্রচ্ছদ : আবুল ফাতাহ
  • প্রকাশক : নন্দন
  • মুদ্রিত মূল্য : ৩২০৳
  • পৃষ্ঠা : ১৭৬
Review Credit : Mohammad Abdul Kayem

🔰 পাঠ প্রতিক্রিয়া : আই স রামাল্লা 

'আই স রামাল্লা' নির্বাসিত ফিলিস্তিনি কবির ত্রিশ বছর পর জন্মভূমিতে ফেরার মর্মস্পর্শী স্মৃতিচারণমূলক ভ্রমণবৃত্তান্ত লেখা। যেখানে লেখক মুরিদ বারঘুতি একদিকে যেমন তুলে ধরেছেন ত্রিশ বছর পর নিজ জন্মভূমি রামাল্লায়, দাইর ঘাসসানাহ এ পদার্পণের অনূভুতি অন্যদিকে বর্ণনা করেছেন ত্রিশ বছরের উদ্বাস্তু, শরণার্থী জীবনের ট্রাজেডিক কাহিনি। 

লেখক বইয়ে একদিকে ত্রিশ বছর পর রামাল্লায় পদার্পণের অভিজ্ঞতা তুলে ধরেছেন, লিখেছেন ত্রিশ বছর আগের এবং বর্তমানের রামাল্লাকে নিয়ে সেই সাথে তুলে ধরেছেন ত্রিশ বছর বাস্তহারা, শরনার্থী জীবনের উত্তান পতনের গল্প, যেখানে লেখক পরিস্থিতির শিকার হয়ে  উড়ে বেড়িয়েছেন চড়ুই পাখির মতো, স্তিমিত হতে পারেননি কোথাও। হারিয়েছেন অনেক পরিচিত মুখ যেখানে যেমন ছিলো নিজের বাবা, বড়ো ভাই, ছিলো অনেক বন্ধু বান্ধব।  সেই স্মৃতির বর্ণনা তুলে এনেছেন লেখক 'আই স রামাল্লা'য় যে স্মৃতির কোনো ক্রমধারা নেই। 

বইটিতে উঠে এসেছে লেখকের নিজের একমাত্র সন্তানের প্রতি স্নেহ, মমত্ববোধ,  সন্তানকে নিজ জন্মভূমি দেখানোর আকুতি। সেই সাথে বইয়ের সম্পূর্ণ কাহিনি রামাল্লাকে নিয়ে  স্মৃতিচারণ, ফিলিস্তিনিবাসীর বর্তমান অবস্থা লেখকের নির্বাসনের দিনগুলোর স্মৃতি উঠে আসলেও লেখক কেবল শেষের দিকে এসেই কয়েক পাতায় প্রকাশ করেছেন ইসরাইলী দখলদারদের প্রতি লেখকের ক্ষোভ। অল্প পরিমান উঠে এসেছে ফিলিস্তিনি, ইসরায়েল এবং এই বিষয়ক মধ্যপাচ্যের রাজনীতির খন্ডচিত্র।

লেখকের বর্ণনায় ছিলো কবিত্ব মনোভাবের প্রভাব, যার ফলে কাহিনি বর্ণনা হয়েছে ভারি শব্দে, যেখানে প্রতিটি পৃষ্ঠাতেই প্রকাশ পেয়েছে লেখকের আবেগ-অভিমানের অনূভুতি, দিয়েছেন অনেক উপমা। অনুবাদক মো. ফুয়াদ আল ফিদাহ-ও সেই বইটি অনুবাদ করেছেন ঠিক সেই ভাবেই, গম্ভীর, আবেগপ্রবণ এবং ভারিক্কি চালে। যার কারণে বইটি পড়তে হয়েছে অনেক ধীরগতিতে,  কিছু কিছু জায়গায় লেখা বেশিই জটিল লেগেছে বিশেষ করে প্রথম অধ্যায়ে, পরের অধ্যায়গুলো সেই তুলনায় অনেক ভালো ছিলো আর বইটিতে বানান ভুল চোখে পড়েছে খুব কম এছাড়াও বইটিতে বেশকিছু  শব্দের ফুটনোট দেওয়াতে অনেক শব্দ বুঝতে  সুবিধা লেগেছে। 

নন্দন প্রকাশনীর প্রোডাকশন কোয়ালিটি ছিলো চমৎকার সেই সাথে প্রচ্ছদটাও আমার কাছে খুব ভালো লেগেছে।

Comments

Popular posts from this blog

[PDF] সীরাহ মুহাম্মদ প্রথম খন্ড এবং দ্বিতীয় খণ্ড রেইনড্রপস পিডিএফ - Sirah Muhammad (sa:) First & Last Raindrops

গাযওয়াতুল হিন্দ বই pdf - প্রফেসর ড. ইসমাতুল্লাহ | Gazwatul Hind by Professor Dr. Ismatullah

সিক্রেটস অব জায়োনিজম Full PDF : লেখক হেনরি ফোর্ড | Secrets of Jainism Bangla Anubad PDF