নারী সাহাবীদের আদর্শ
গোপনীয়তা রক্ষা!
নারী সাহাবীদের অন্তর ছিল মানুষের গোপনীয়তার কবরস্থান। কারো কোনো গোপনীয়তা তাদের কাছে থাকলে, সেটা তাদের অন্তরে দাফন হয়ে যেত। কেয়ামত পর্যন্ত সেই গোপনীয়তা প্রকাশিত হওয়া ছিল অসম্ভব। একবার রাসূলের কাছে তার সম্মানিতা সকল স্ত্রী উপস্থিত ছিলেন। ঠিক সে সময়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সেখানে উপস্থিত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মারহাবা বলে নিজের ডান পাশে বসালেন। এরপর তার কানে ফিসফিস করে কিছু একটা বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সঙ্গে সঙ্গে চিৎকার করে কান্না শুরু করে দিলেন। রাসূল পুনরায় তার কানে আস্তে কিছু বললেন। সঙ্গে সঙ্গে তিনি হাসি শুরু করে দিলেন। কিছুক্ষণ পর রাসূল সেই স্থান থেকে চলে গেলে নবীজির সকল স্ত্রীগণ ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে তার হাসি ও কান্নার কারণ জিজ্ঞেস করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, 'রসুল যতদিন জীবিত আছেন, ততদিন আমি তার গোপনীয়তা প্রকাশ করতে পারি না। সুবহানাল্লাহ।
বইঃ নারী সাহাবীদের আদর্শ
মুদ্রিত মূল্যঃ ২৯০৳
বিক্রয় মূল্যঃ ১৪৫৳
প্রকাশনায়ঃ মাকতাবাতুল আরাফ
Comments
Post a Comment
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....