[PDF] রিচ ড্যাড পূওর ড্যাড বইটির চুম্বক অংশ হচ্ছে লেখকের নিজস্ব ব্যাখ্যাত ক্যাশ ফ্লো সিস্টেম | Rich dad is poor dad

কেন এর আগে পড়িনি? এই বইটি হাতে পেতে এত দেরি হল কেন, স্কুল কলেজে থাকার সময় পড়া হলো না কেন? রবার্ট কিয়োসাকির " রিচ ড্যাড পুওর ড্যাড" বইটা পড়ে আজব এক ধরণের হতাশা জন্ম নিয়েছে, যেটি অন্য তেমন কোন বই এর ক্ষেত্রে হয় নি।


আমার দৃষ্টিতে ৪/৫ ঘন্টা সময় এর পেছনে ব্যয় করা বেশ চমতকার একটি বিনিয়োগ। প্রচলিত স্কুল কলেজ ইউনিভার্সিটি শিখায় পড়াশোনা করে কিভাবে একটি কাজ পাওয়া যায় এবং তার উপর ভিত্তি করে কিভাবে চাকরি করে উপার্জন করা যায়। কিয়োসাকি এখানেই আলাদা। তার মতে প্রচলিত শিক্ষায় কাজ পাওয়া শিখায়, টাকা উপার্জন শিখায় না, অফিস/বস/ ম্যানেজমেন্ট শিখায়, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট শিখায় না।

রিচ ড্যাড পূওর ড্যাড বইটির চুম্বক অংশ হচ্ছে লেখকের নিজস্ব ব্যাখ্যাত ক্যাশ ফ্লো সিস্টেম। এসেট লায়াবিলিটিকে তিনি প্রচলিত সংগার বাইরে এনে দেখিয়েছেন, আমরা যেটিকে প্রচলিত অর্থে এসেট (বাড়ি/ দামি গাড়ি/ গ্যাজেটস ইত্যাদি) ভাবি, আসলে এগুলো লায়াবিলিটি। এসেট সেগুলোই যেগুলো দিয়ে আপনার পকেটে টাকা আসে, আর যা দিয়ে টাকা বের হয়ে যায় সেগুলো লায়াবিলিটি। গরীব ও মিডল ক্লাসরা লায়াবিলিটিকে এসেট মনে করে টাকা খরচ করে আরো গরীব হয়ে যায়। ভাল ফাইন্যান্স ম্যানেজম্নেট হচ্ছে সঠিকভাবে এসেট ও লায়াবিলিটি যাচাই করে এসেট কলামকে শক্তিশালী করা, লায়াবিলিটি শূন্যের কাছে নিয়ে যাওয়া, এক্সপেন্স কমিয়ে ফেলা এবং এসেট কলাম হতে ইনকাম পাওয়া।

অর্থাৎ আপনি টাকার জন্য কাজ করবেন না, আপনার টাকাই আপনার জন্য কাজ করবে। এক্ষেত্রে লেখক পার্সোনালিটি ও চয়েজের উপর ভিত্তি করে এসেট কলামে রিয়েল এস্টেট, স্টক, মিউচুয়াল ফান্ড, শেয়ার, যেকোন ব্যাবসা যা দিয়ে টাকা আসবে, মেধাস্বত্ব ইত্যাদির কথা বলেছেন। বলেছেন ক্যাশফ্লো সিস্টেম, রিস্ক ম্যানেজমেন্ট, বেসিক ট্যাক্স রুলসগুলো জানলেই এ লাইনে ভাল করা সম্ভব। তিনি রিস্ক নেয়াকে সাধুবাদ জানিয়েছেন, বলেছেন যারা আর্থিকভাবে অনেক শক্তিশালী তারা কোন না কোন পর্যায়ে রিস্ক নিয়ে ধরা খেয়েছেন কিন্তু পৃথিবীর বেশিরভাগ গরীব ও মিডল্কলাস লোকজন কখনই ধরা খায় নাই কারণ তারা কখনই রিস্ক নেয় নাই।

বইটিতে কিয়োসাকি কিছু গুরুত্বপূর্ণ জিনিস তুলে এনেছেন যেগুলো আসলে মানুষের অভ্যাসের মধ্যে গড়ে তুলে নেয়া দরকার। উদাহরণ হিসেবে বলেছেন, শারিরিক ব্যায়ামের ন্যায় প্রাত্যহিক চিন্তাভাবনার মাধ্যমে ব্রেইনের মানি মাসলকে শক্তিশালী করা দরকার, তাহলে এ মাসল অটোমেটিকলি কাজ করবে।

তিনি দেখিয়েছেন রবিনহুডিয় কন্সেপ্ট থেকে উঠে আসা ট্যাক্স রুলকে ধনীরা কিভাবে কোম্পানী/করপোরেশনের নামে নিজের সুবিধাজনক ভাবে ব্যবহার করে আরো ধনী হয়, অন্যদিকে গরীব মীডলক্লাস ওয়েজ আরনার্সা খেটে মরে। ভাল লেগেছে তিনি অর্থ উপার্জনের সাথে সুখকে মিলিয়ে ফেলেননি, অবৈধ পন্থা পরিহার করতে বলেছেন । উদাহরণ দিয়ে দেখিয়েছেন বিলিয়ন ডলার উপার্জনকরেও শুধু মানি ম্যানেজমেন্ট সেন্সের অভাবে কর্পদকশুন্য হয়ে যেতে হয়। অর্থ অনর্থের মূল তখনই যখন আপনি মানি ম্যানেজমেন্ট না জানবেন।

রবার্ট কিয়াসাকি তার নিজস্ব অভিজ্ঞতা ও গবেষণার উপর ভিত্তি করে এ বইটি লিখেছেন। দুজন ব্যাক্তির অর্থনৈতিক দৃষ্টিভংগি, পরামর্শ ও শিক্ষার উপর তুলনামূলক আলোচনার উপর ভিত্তি করে এ বইটি তিনি লিখেছেন। পুওর ড্যাড হিসেবে তিনি সরকারী চাকুরিজীবী নিজের পিতাকে ও রিচ ড্যাড হিসেবে তার বন্ধুর ব্যাবসায়ি পিতা যিনি রবার্টকেও নিজ সন্তানের মত করে নিজের অর্থনৈতিক দর্শন শিক্ষা দিয়েছেন। এ দুজনের শিক্ষাই বাস্তব অভিজ্ঞতার সাথে মিলিয়ে এ বইটি লিখিয়েছেন।

আপনি যদি মনে প্রানে ক্যাপিটালিস্ট না হন, তাহলে এ বই ভালো নাও লাগতে পারে। ট্যাক্স নিয়ে তার আইডিওলজি আপনার কাছে বিরক্তিকর লাগতে পারে। বেশ কিছু মতামতের সাথে আমি নিজেও একমত না। তারপরেও এ বইটিকে আমি মাস্ট রিড হিসেবে রেকমেন্ড করছি, পড়লে আপনার ভেতরে অনেক চেইঞ্জ অটোমেটিক হবে বলে বিশ্বাস করি। এই বইয়ের বাংলা অনুবাদ এভেইলেবল।

রিচ ড্যাড পূওর ড্যাড বইটির PDF 

Comments

Popular posts from this blog

[PDF] সীরাহ মুহাম্মদ প্রথম খন্ড এবং দ্বিতীয় খণ্ড রেইনড্রপস পিডিএফ - Sirah Muhammad (sa:) First & Last Raindrops

দ্য সাইকোলজি অফ সেলিং - লেখক : ব্রায়ান ট্রেসি | The Psychology of Selling By Brian Tracy

সিক্রেটস অব জায়োনিজম Full PDF : লেখক হেনরি ফোর্ড | Secrets of Jainism Bangla Anubad PDF