দ্য মেইডেনস : অ্যালেক্স মাইকেলিডিস | The Maidens : Alex Michaelidis
বই : দ্য মেইডেনস
লেখক : অ্যালেক্স মাইকেলিডিস
অনুবাদক : মো. ফুয়াদ আল ফিদাহ
প্রচ্ছদ : সজল চৌধুরী
প্রকাশনী : ভূমিপ্রকাশ
রিভিউ : ফাতেমা তুজ জোহরা
কাহিনি শুরু হয় মারিয়ানা নামক একজন সাইকোথেরাপিস্ট কে দিয়ে, যার প্রতিদিন কাটে মৃত স্বামীর স্মৃতিচারণ আর তার গ্রুপ থেরাপির কিছু পেশেন্ট কে নিয়ে।
স্বামীর পর তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটি ছিল তার ভাগ্নী জোয়ি। মারিয়ানা এবং তার স্বামী সেবাস্টিয়ান নিজেদের নিঃসন্তান হওয়ার কষ্ট ভুলেছিল দুর্ঘটনায় বাবা-মা হারানো জোয়ির মুখ চেয়েই।
জোয়ী ক্যামব্রিজ এর ছাত্রী। হঠাৎ একদিন মারিয়ানার কাছে জোয়ির ফোন আসে। জোয়ি মারিয়ানা কে জানায় তার সন্দেহ হচ্ছে তার সবচেয়ে কাছের বান্ধবীকে খুন করা হয়েছে। মানসিক ভাবে ভেঙে পড়া জোয়ীকে সামলাতে পরদিনই ক্যাম্পাসে হাজির হয় মারিয়ানা। জোয়ির সন্দেহই সত্যি হয়। খুন হয়েছে তার বান্ধবী টারা।
টারার পর এই নৃশংসতার শিকার হয় আরো দুইজন। মারিয়ানার সন্দেহ হয় প্রফেসর এডওয়ার্ড ফস্কার উপর। সকল তথ্য প্রমাণ যোগাড় করে খুনীকে বিচারের মঞ্চে হাজির করতে মারিয়ানা হয় দৃঢ়প্রতিজ্ঞ।
Comments
Post a Comment
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....