কাল থেকে ভালো হয়ে যাব - লেখক মাহিন মাহমুদ | Kal Theke Valo Hoye Jabo By Mahin Mahmud [Short PDF]
বই : কাল থেকে ভালো হয়ে যাব
লেখক : মাহিন মাহমুদ
মুদ্রিত মূল্য ৪৮০/-
ছাড় মূল্য ২৪০/-
পৃষ্ঠা : ৩০৪
এই ভাবনার জনক আর কেউ না; অভিশপ্ত শয়তান। সে সারাক্ষণই আমাদের পেছনে লেগে আছে। ভালো হতে চাইলেই বাধা দেবে। পাশে বসে কানের কাছে ফিঁসফিঁস করে অনুরোধ করতে থাকবে—'স্যার, এত তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন? লাইফটা তাহলে ইনজয় করবে কে?... গুনাহ নিয়ে এত টেনশন করার তো কিছু নেই! আল্লাহ অতি দয়াবান। নিশ্চয় তিনি মাফ করে দেবেন। যত পারেন চালিয়ে যান। তা ছাড়া হায়াত তো পড়েই আছে! ভালো যদি হতেই চান, কাল থেকে হবেন; আজই কেন?'
Comments
Post a Comment
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....