বৃষ্টি ও মেঘমালা - হুমায়ূন আহমেদ | Bristi O Meghmala

  • বইয়ের নামঃ বৃষ্টি ও মেঘমালা
  • লেখকঃ হুমায়ূন আহমেদ
  • বইয়ের ধরণঃ উপন্যাস
  • প্রকাশিতঃ ফেব্রুয়ারী ২০০১
  • প্রকাশকঃ পার্ল পাবলিকেশন্স

“ভালোবাসা ও ঘৃণা দুটোই মানুষের চোখে লেখা থাকে”এই গল্পটিতেও অনেকটা তাই ঘটেছে। বৃষ্টি ও মেঘমালা গল্পের মূল চরিত্রে রয়েছে লীনা ও লীনার বস হাসান। গল্পে লীনা ও হাসান একসাথে কাজ করে। হাসানের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। লীনা হাসানকে বেশ পছন্দ করে কিন্তু তার ভাইয়ের বন্ধু ফিরোজের সাথে আগেই তার বিয়ে ঠিক হয়ে যায়। হাসান মূলত একজন ইন্টেরিয়র ডিজাইনার ও লীনা  তার সেক্রেটারি। কাজকে সময় দিতে গিয়ে পরিবারের সাথে দূরত্ব সৃষ্টি হয় হাসানের। এক সময় তার ছেলে অসুস্থ হয়ে মারা যায়। মারা যাওয়ার আগে বাবাকে কাছে পেতে চেয়েছিল ছেলেটি। কিন্তু নিজের কাজের জন্য সন্তানকে সময় দেয় নি হাসান। তাই ছেলের শোকে ও হাসানের প্রতি ঘৃণায় মেয়েকে নিয়ে ভাইয়ের বাসায় চলে যায় হাসানের স্ত্রী। এভাবেই শেষ হয় বৃষ্টি ও মেঘমালা।

লেখক পুরো গল্পেই আমাকে কষ্টে রেখেছে ।গল্পের শেষ সমাপ্তিটা আমার ব্যাক্তিগত দৃষ্টিতে হ্যাপি এন্ডিং হতে পারতো।আসলে আমি তার ইমোশনাল পাঠক তো তাই।

তবে বলবো অসাধারণ একটা উপন্যাস।যেকোনো পাঠকের মনকে নাড়িয়ে দিবে।সবাইকে পড়ার আমন্ত্রণ রইলো।

আর যারা যারা ফ্রি পড়তে চান পিডিএফ এ পড়ে নিতে পারেন।

Comments

Popular posts from this blog

[PDF] সীরাহ মুহাম্মদ প্রথম খন্ড এবং দ্বিতীয় খণ্ড রেইনড্রপস পিডিএফ - Sirah Muhammad (sa:) First & Last Raindrops

সিক্রেটস অব জায়োনিজম Full PDF : লেখক হেনরি ফোর্ড | Secrets of Jainism Bangla Anubad PDF

দ্য সাইকোলজি অফ সেলিং - লেখক : ব্রায়ান ট্রেসি | The Psychology of Selling By Brian Tracy