লক্কর ঝক্কর ফিল্মের চক্কর - রোমেন রায়হান
জানিস না তো কোনোকিছুই তাইতো জীবন মাটি
নুসরাত ফারিয়া ম্যাডাম সরেস আরেক কাঠি।
কী করেছে? যা করে নাই কেউ কখনও আগে
ভাবতে গেলেও শরীরটাতে কেমন শিহর লাগে।
পত্রিকাতে সেই ঘটনা ফলাও করে ছাপা।
সাংবাদিকে না জানালে জানত কি আর লোকে?
বর্ষা বোধহয় নিখোজ এখন ডিফিট খাওয়ার শোকে।
রিপোর্ট করা লোকগুলোকে লাভ কি মিছে ধুয়ে
পারলে ভাপা বানা দেখি মাটির উপর শুয়ে।
- বই: লক্কর ঝক্কর ফিল্মের চক্কর'
- লেখক: রোমেন রায়হান
- ধরন: ছড়াগ্রন্থ
- প্রকাশনী: কিংবদন্তী পাবলিকেশন
- বিক্রিত মূল্য: ৩০০ টাকা
অমর একুশে বইমেলা ২০২৩ এ বইটি পাওয়া যাচ্ছে কিংবদন্তী পাবলিকেশন এর ৩৭৪-৩৭৫ নং স্টলে।
Comments
Post a Comment
ℹ️ Your Opinion is very important to us, Please Writer your comment below about this Post.....