লক্কর ঝক্কর ফিল্মের চক্কর - রোমেন রায়হান

জানিস না তো কোনোকিছুই তাইতো জীবন মাটি 
নুসরাত ফারিয়া ম্যাডাম সরেস আরেক কাঠি। 
কী করেছে? যা করে নাই কেউ কখনও আগে 
ভাবতে গেলেও শরীরটাতে কেমন শিহর লাগে।


মাটির উপর বসে, বুঝিস! বানিয়েছে ভাপা! 
পত্রিকাতে সেই ঘটনা ফলাও করে ছাপা। 
সাংবাদিকে না জানালে জানত কি আর লোকে? 
বর্ষা বোধহয় নিখোজ এখন ডিফিট খাওয়ার শোকে।

রিপোর্ট করা লোকগুলোকে লাভ কি মিছে ধুয়ে 
পারলে ভাপা বানা দেখি মাটির উপর শুয়ে।

  • বই: লক্কর ঝক্কর ফিল্মের চক্কর'
  • লেখক: রোমেন রায়হান
  • ধরন: ছড়াগ্রন্থ 
  • প্রকাশনী: কিংবদন্তী পাবলিকেশন
  • বিক্রিত মূল্য: ৩০০ টাকা

অমর একুশে বইমেলা ২০২৩ এ বইটি পাওয়া যাচ্ছে কিংবদন্তী পাবলিকেশন এর ৩৭৪-৩৭৫ নং স্টলে।

Comments

Popular posts from this blog

গাযওয়াতুল হিন্দ বই pdf - প্রফেসর ড. ইসমাতুল্লাহ | Gazwatul Hind by Professor Dr. Ismatullah

[PDF] সীরাহ মুহাম্মদ প্রথম খন্ড এবং দ্বিতীয় খণ্ড রেইনড্রপস পিডিএফ - Sirah Muhammad (sa:) First & Last Raindrops

সিক্রেটস অব জায়োনিজম Full PDF : লেখক হেনরি ফোর্ড | Secrets of Jainism Bangla Anubad PDF