পাণ্ডুলিপির শেষ পৃষ্ঠা - পায়েল রায় পার্থ

অনেকে হয়তো জানেন কিংবা অনেকেই জানেন না, আমার প্রকাশিত একটা ছোটো গল্প (প্রায় ৭ হাজার শব্দ) আছে। নাম──❛পাণ্ডুলিপির শেষ পৃষ্ঠা...❜। জনরা ক্রাইম থ্রিলার। বইটি সতীর্থ প্রকাশনা থেকে প্রকাশিত ‘সতীর্থ গল্প সংকলন ২’-এ রয়েছে। 


এই পর্যন্ত দু’জন পাঠক এই গল্পের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। এবং দু’জনেরই ভালো লেগেছিল। ওনাদের ধন্যবাদ। সম্ভবত দু’জনের আইডি এখন ডিঅ্যাক্টিভ তাই ম্যানশন দিতে পারছি না। যাহোক, আমার ফ্রেন্ডলিস্টের যারা এই সংকলনটি নিয়েছেন, তারা যদি পড়ে থাকেন গল্পটি—তাহলে পড়ে দুয়েক লাইন মতামত জানাতে পারেন। 

আমি চেষ্টা করছি গল্পটি কোনো ই-বুক সাইট/অ্যাপে প্রকাশ করার। কিন্তু তেমন কারও সাথে পরিচিত না হওয়ার কারণে যোগাযোগ করতে পারছি না। চেষ্টা থাকবে এই গল্পটি যেন কম খরচে পড়তে পারেন সেই ব্যবস্থা করার। ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

[PDF] সীরাহ মুহাম্মদ প্রথম খন্ড এবং দ্বিতীয় খণ্ড রেইনড্রপস পিডিএফ - Sirah Muhammad (sa:) First & Last Raindrops

সিক্রেটস অব জায়োনিজম Full PDF : লেখক হেনরি ফোর্ড | Secrets of Jainism Bangla Anubad PDF

[PDF] জীবন যদি হতো নারী সাহাবীর মত, ড. হানান লাশিন | Jibon Jodi Hoto Nari Sahabir Moto by Dr. Hanan Lashin